শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ০৩:৪৬ পূর্বাহ্ন

নতুন ফিচার, অপরিচিত নম্বরের মেসেজ নিজেই ব্লক করবে হোয়াটসঅ্যাপ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪ ৫:০২ am

যোগাযোগের জন্য জনপ্রিয় সামাজিক প্লাটফর্মগুলোর মধ্যে হোয়াটসঅ্যাপ অন্যতম। আট থেকে আশি— প্রায় সবাই এটি ব্যবহার করেন। তারা অপরিচিত নম্বর থেকে আসা মেসেজের কারণে সমস্যার সম্মুখীনও হন। এতে ভুল তথ্য ছড়ানোসহ ঘটে জালিয়াতির মতো ঘটনাও। এই সমস্যা এবার সমাধানের পথে। হোয়াটসঅ্যাপে আর অপরিচিত নম্বর থেকে আসবে না মেসেজ।

সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, এবার এমন এক ফিচারে এসেছে যা অপরিচিত নম্বরের মেসেজ নিজে থেকেই ব্লক করে দেবে। ফলে কোনো বিভ্রান্তি বা বিরক্তির জায়গাই থাকবে না। কিন্তু কীভাবে এই ফিচারের সুবিধা পাবেন?

১. প্রথমে প্লে স্টোরে গিয়ে অ্যাপটি আপডেট করুন।
২. বিটা টেস্টার যারা অ্যান্ড্রয়েডের সর্বশেষ ভার্সন ব্যবহার করছেন তারা হোয়াটসঅ্যাপের ‘থ্রি ডট’ মেনুতে যান।
৩. এর পর যান সেটিংসে।
৪. বেছে নিন প্রাইভেসি অপশন।
৫. এবার যান ‘অ্যাডভান্সড’ অপশনে।
৬. এবার দেখতে পাবেন ‘ব্লক আননোন অ্যাকাউন্ট মেসেজ।’ এটিতে ক্লিক করলেই অপরিচিত নম্বর থেকে আর কোনো হোয়াটসঅ্যাপ মেসেজ আসবে না আপনার কাছে।

বর্তমানে প্রায় সবাই সামাজিক মাধ্যমে সক্রিয়। শুধু বন্ধু-বান্ধবের সঙ্গে আড্ডা দিতে নয়, অধিকাংশই হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন অফিসিয়াল কাজে। সেই সবদিক মাথায় রেখে ব্যবহারকারীদের সুবিধার্থে প্রতিনিয়ত নতুন নতুন ফিচার আনার চেষ্টা করে সংস্থাটি। এ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলতেই থাকে। এবার অপরিচিত নম্বর থেকে আসা মেসেজ রুখতে হোয়াটসঅ্যাপের এই পদক্ষেপ।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD