বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ০৫:১৮ অপরাহ্ন

নতুন পেঁয়াজ আসতে অপেক্ষা নভেম্বর পর্যন্ত: কৃষিমন্ত্রী

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২১ আগস্ট, ২০২৩ ১০:০৩ am

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, নতুন পেঁয়াজ আসতে নভেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে। ১৩ লাখ টন আমদানি অনুমতির বিপরীতে মাত্র ৩ লাখ টন আমদানি হয়েছে। তাই সঙ্কট বাড়ছে।

সোমবার (২১ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ভারত পেঁয়াজ রপ্তানি শুল্ক বাড়ানোর কারণে বাংলাদেশেকে অনেক ভুগতে হয়। সম্প্রতি ভারত সফরে দেশটির বাণিজ্যমন্ত্রীকে এমন না করার জন্য অনুরোধ করা হয়ছিল। তারা গমের ক্ষেত্রে আর এমন করবে না আশ্বস্ত করেছিল। পেঁয়াজের ক্ষেত্রে তারা সহযোগিতা করবে কি না জানা নাই।।

তিনি আরও বলেন, মিশর বা তুরস্ক থেকে আমদানি করা যায় কিনা বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে কথা হচ্ছে। অন্য যে কোন দেশ থেকে কোন ব্যবসায়ী আমদানি করতে চাইলে অনুমতি দেয়া হবে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD