সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ০১:০৭ অপরাহ্ন

নতুন দায়িত্বে বার্সেলোনায় ফিরলেন দেকো

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩ ৪:৫১ am

স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় খেলোয়াড় হিসেবে চার মৌসুম কাটিয়েছিলেন দেকো। দলটির সাবেক এই মিডফিল্ডার নতুন দায়িত্ব নিয়ে ফিরলেন নিজের পুরনো ঠিকানায়। কাতালান ক্লাবটির ক্রীড়া পরিচালক হিসেবে নিয়োগ পেলেন ব্রাজিলিয়ান বংশোদ্ভূত সাবেক এই পর্তুগিজ মিডফিল্ডার।

বুধবার (১৬ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতি দিয়ে দেকোকে নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে বার্সেলোনা। স্প্যানিশ লা লিগার বর্তমান চ্যাম্পিয়নদের সাথে ৩ বছরের চুক্তিতে নিয়োগ পেয়েছেন ৪৫ বছর বয়সী সাবেক এই ফুটবলার।

আগামী ১ সেপ্টেম্বর বন্ধ হবে ইউরোপিয়ান ফুটবলে এবারের গ্রীষ্মের ট্রান্সফার উইন্ডোর মৌসুম। এরপর বার্সেলোনার ‘ডিরেক্টর অব ফুটবল’ পদের দায়িত্ব ছাড়বেন মাতেও আলেমানি। গত মে মাসে দায়িত্ব ছাড়েন স্প্যানিশ ক্লাবটির ক্রীড়া পরিচালক জর্ডি ক্রুইফও।

বার্সা এক বিবৃতিতে জানিয়েছে, তাদের ‘ক্রীড়া দর্শনের’ দায়িত্বে থাকবেন ৪৫ বছর বয়সী দেকো এবং কোচ জাভি হার্নান্দেজ ও কোচিং স্টাফের বাকি সদস্যদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবেন তিনি।

১৯৯৬-৯৭ মৌসুমে ব্রাজিলের ক্লাব করিন্থিয়াসের হয়ে খেলোয়াড়ি জীবন শুরু করেছিলেন দেকো। এরপর বেশ কয়েকটি ক্লাবে ঘুরে ১৯৯৯ সালে যোগ দেন পর্তুগিজ ক্লাব পোর্তোতে। সেখানে আলো ছড়িয়ে ২০০৪ সালে ডাক পান স্প্যানিশ ক্লাব বার্সেলোনায়। এরপর ২০০৮ সাল পর্যন্ত বার্সেলোনায় ছিলেন তিনি।

কাম্প ন্যুতে চার বছরের অধ্যায়ে দুইবার লা লিগা ও ২০০৬ সালে চ্যাম্পিয়ন্স লিগ জেতেন দেকো। এরপর ইংলিশ ক্লাব চেলসি হয়ে ২০১৩ সালে ফ্লুমিনেন্সে ক্যারিয়ার শেষ করেন তিনি। সব মিলিয়ে ক্যারিয়ারে ৪০৬ ম্যাচে মাঠে নেমে ৬৪ গোল করেন এই মিডফিল্ডার। পর্তুগালের হয়ে ২০০৩-২০১০ সালে ৭৫ ম্যাচে মাঠে নেমে করেন ৫ গোল।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD