শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ০৮:৩৫ পূর্বাহ্ন

নড়াইলে সাবেক ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১১ মে, ২০২৪ ৭:০৭ am

নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শিকদার মোস্তফা কামালকে (৪৯) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১১ মে) রাত ৮টার দিকে উপজেলার কুন্দশী এলাকায় গুলিবিদ্ধ হন তিনি। চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে রাত সাড়ে ১০টার দিকে তিনি মারা যান। তিনি উপজেলার উত্তর মঙ্গলহাটা গ্রামের আকরাম শিকদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় মোটরসাইকেলযোগে মোস্তফা কামাল লোহাগড়া পৌরসভার কুন্দশী এলাকায় পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা গুলি ছোড়ে। গুলির শব্দ শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে দেখেন বুক ও পিঠে গুলিবিদ্ধ মোস্তফা কামাল ছটফট করছেন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মারা যান।

চেয়ারম্যান গুলিবিদ্ধ হওয়ার পর ক্ষুব্ধ লোকজন প্রতিপক্ষ সাবেক ইউপি মেম্বর আকবর হোসেন লিপনের বাড়িসহ তার লোকজনের ওপর হামলা চালান। এ সময় মঙ্গলহাটা উত্তরপাড়ার পান্নু মোল্লার ছেলে পলাশ মোল্লা (৪১) ও লিটন শেখের ছেলে ফয়সাল শেখ (২৫) গুলিবিদ্ধ হলে তাদেরকে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র রেফার্ড করা হয়।

লোহাগড়া থানার ওসি কাঞ্চন কুমার রায় জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। এলাকার পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ নড়াইল আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD