বুধবার, ০৭ জুন ২০২৩, ১০:১৭ অপরাহ্ন




নজরুল ছিলেন মানব জাতির কবি : নৌপরিবহন প্রতিমন্ত্রী

আরব বাংলা টিভি রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
  • ৮০ বার পড়া হয়েছে

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম খ্রিস্টান, হিন্দু, সনাতন ও মুসলমানের কবি ছিলেন না। তিনি মানব জাতির কবি ছিলেন বলে মন্তব্য করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার (২৫ মে) ময়মনসিংহের ত্রিশালে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, কাজী নজরুল মানবতার কথা বলে গেছেন। তার সাহিত‍্যের মধ‍্যে সবকিছু পাই। কবির প্রতিভা উপলব্ধি করতে হলে তার সৃষ্টিকে প্রত‍্যক্ষ করতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দক্ষ কূটনৈতিকতায় ১৯৭২ সালের ২৪ মে কবিকে স্বাধীন বাংলাদেশে আনেন এবং রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করেন।

তিনি বলেন, বঙ্গবন্ধু কবি নজরুলকে ধারণ করে আমাদের মুক্তির চেতনায় স্থান দিয়েছিলেন। নজরুলের আলোচনা করতে গেলে কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নামও আলোচনায় আসে। সাহিত‍্যের মধ‍্য দিয়ে একটি জাতিকে কিভাবে জাগ্রত করা যায় সেটি তাদের দুজনের সাহিত‍্য কর্মে ফুটে উঠেছে।

এর আগে, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জাতীয় কবির প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান খালিদ মাহমুদ চৌধুরী।



আরো পড়ুন



আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  




© All rights reserved © ArabBanglaTV

Developer Design Host BD