বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক সংসদ সদস্য ইঞ্জি. মইনুল ইসলাম খান শান্ত বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ নিয়ে নির্বাচনে আসব, তাই সকলের সহযোগীতা কামনা করছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এসে যদি ৩১ দফা বাস্তবায়ন করতে পারে, আর আপনারা যদি আমাকে নির্বাচিত করেন, তাহলে এই এলাকার স্বার্বিক উন্নয়ন ঘটাতে পারব, যা এই ৩১ দফায় বলা আছে।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার সায়েস্তা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে সিদ্ধাবাড়ি মাঠে তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচির জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইঞ্জি. মইনুল ইসলাম খান শান্ত বলেন, মানুষকে ৩১ দফার সাথে সমপৃক্ত করার লক্ষে ওয়ার্ডে ওয়ার্ডে সভা সেমিনার করা হয়েছে। আপনারা সায়েস্তা ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দও ইউনিয়নের প্রতিটা ওয়ার্ডে সভা সেমিনার করেছেন। আগামীতে ৩১ দফা বাস্তবায়ন হলে দেশের অর্থনীতি, লেখাপড়া, কৃষিসহ স্বার্বিক ভাবে আমরা উন্নয়ন করতে পারব। ৩১ দফা মাথায় রেখেই আমাদের ঐক্য ধরে রাখতে হবে।
বিএনপির এই সাবেক এমপি নেতাকর্মীদের সতর্ক করে বলেন, ইতিমধ্যে খবর পেয়েছি হাটে বাজারে অনেকে চাঁদাবাজি, দখলবাজি শুরু করেছেন। তারেক রহমানের কঠিন নির্দেশ, আপনারা কোন চাঁদাবাজি, দখলবাজিতে জড়াবেন না। এসকল অপরাধে যারা জড়াবেন, দল আগামীতে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করবে। একটি দল চাঁদাবাজি-দখলবাজি করে দোষ চাপাচ্ছে বিএনপির ওপর। নজর রাখবেন, যাতে অন্যের দোষ নিজেদের ঘাড়ে না আসে।
সায়েস্তা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুস সামাদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি খোন্দকার আকবর হোসেন বাবলু, মাহবুব হোসেন মহব্বত, মোতালেব হোসেন, আতাউর রহমান আতা, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট জামিলুর রশিদ খান, সাবেক উপদেষ্টা আলাউদ্দিন প্রমুখ।
উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য দেলোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো অনেক সিনিয়র নেতৃবন্দ উপস্থিত ছিলেন। জনসভায় সায়েস্তা ইউনিয়ন ও আশেপাশে এলাকা থেকে আগত বিএনপি, যুবদল, ছাত্রদলসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী ও সাধারন মানুষ উপস্থিত ছিলেন। এসময় জেলা কৃষক দলের সদস্য আমিনুল ইসলাম মৃধার সার্বিক সহযোগিতায় ৩১ দফার লিফলেট ও ক্যাপ বিতরণ করা হয়।