রাজধানীর ধানমন্ডিতে একটি প্রাইভেটকারে আগুন দিয়ে পালিয়ে গেছে অবরোধকারীরা। বুধবার (১৫ নভেম্বর) সকালে ধানমন্ডি-২৭ নম্বরে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কারো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকালে অবরোধ সমর্থনকারী কয়েকজন এসে প্রাইভেট কারটিতে আগুন দিয়ে পালিয়ে যায়।
এদিকে একদিন বিরতির পর বুধবার (১৫ নভেম্বর) সকাল ৬টা থেকে পঞ্চম ধাপে আবারো বিএনপি ও জামায়াতের ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি শুরু হয়েছে। সরকারের পদত্যাগের এক দফা দাবিতে এ আন্দোলনে শরিক দলগুলোও অংশ নিচ্ছে। এ কর্মসূচি শুরুর আগে মঙ্গলবার (১৪ নভেম্বর) রাতে রাজধানীতে চারটি বাসে আগুন দিয়েছে অবরোধকারীরা।