রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০৩:১১ পূর্বাহ্ন

দেশ মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে : মান্না

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩ ১:৪২ pm

বাংলাদেশ মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

সোমবার (১৮ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টাস ইউনিটিতে নাগরিক ঐক্য আয়োজিত ‘আদিলুর-এলানের সাজা-সাইবার নিরাপত্তা আইন এবং বাংলাদেশের মানবাধিকার’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।

মান্না বলেন, যে দেশকে রক্ত দিয়ে অর্জন করেছিলাম, তা এখন মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে। আমরা সেই দেশ চাই যেখানে মানুষ বিনা চিকিৎসায় এবং খাদ্যের অভাবে মারা যাবে না। একটি মধ্যবিত্ত পরিবারের কারো যদি অসুখ হয়, সে হাসপাতাল থেকে চিকিৎসা শেষে নিঃস্ব হয়ে বের হয়। শেখ হাসিনা দেশটাকে নিজের ইচ্ছেমতো শাসন করছেন। তাদের থাবা থেকে দেশকে রক্ষা করার জন্য আমরা লড়াই করছি।

তিনি বলেন, সরকারের আমার কোনো দলের বিরুদ্ধে কোনো বিদ্বেষ নেই। তবে আমার পরিবারের ওপর যে আঘাত এসেছে, আমি তা ভুলব না। আমার স্ত্রী ও সন্তানকে প্রতিনিয়ত হুমকি দেওয়া হয়। আমার বড় বোন আমাকে বলেন, এবার আর জেলে গেলে ফিরে আসিস না। আমার মতো ৫০ লাখ কর্মী মামলার হয়রানিতে ভুগছে। দেশে এখন কোনো নীতি-নৈতিকতা নেই, নির্বিচারে অত্যাচার করা হচ্ছে।

সেমিনারে আরও উপস্থিত ছিলেন ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ও গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকী।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD