রবিবার, ০৩ নভেম্বর ২০২৪, ১২:৩৪ অপরাহ্ন

দেশে ফিরে পরীর সঙ্গে পাকা কথা বলবেন মারুফ, তবে…

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪ ১২:৩৬ pm

‘ইতিহাস’খ্যাত চিত্রনায়ক কাজী মারুফ বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন। তবে তিনি দীর্ঘদিন বন্ধ থাকা ‘রাজা গোলাম’ সিনেমার শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। এই সিনেমার জন্য নায়িকা হিসেবে পছন্দের তালিকায় শীর্ষে রয়েছেন পরীমণি। বিষয়টি নিয়ে এরই মধ্যে সিনেমাটির পরিচালক পরীর সঙ্গে প্রাথমিক আলাপ করেছেন। প্রযোজক কাজী মারুফ দেশে ফিরে পরীমণির সঙ্গে পাকা কথা বলে শুটিং শুরু করবেন বলেন জানিয়েছেন তিনি।

মার্কিন যুক্তরাষ্ট্র থেকে মুঠোফোনে কাজী মারুফ বলেন, ‘রাজা গোলাম’ সিনেমার শুটিংয়ের জন্য আমরা প্রস্তুত। সিনেমার গল্প পরীকে শোনানো হয়েছে। ফাইনাল কোনো কথা হয়নি। আমি আগামী মাসের প্রথম সপ্তাহে দেশে ফিরে পরীর সঙ্গে কথা বলবো।

এর আগে ‘গ্রিন কার্ড’ সিনেমাটি মুক্তি দেবেন বলে জানান মারুফ। এরপরই একটানা শুটিং হবে ‘রাজা গোলাম’র।

‘গ্রিন কার্ড’ সিনেমার মুক্তিকে সামনে রেখে আগামী ১৪ ফেব্রুয়ারি সকাল ১০টায় একটি গান মুক্তি দেয়া হবে বলে নিশ্চিত করেন মারুফ। ফিল্ম ফ্যাক্টরির ব্যানারে বাংলা ও হিন্দি ভাষায় নির্মিত হয়েছে সিনেমাটি। এর মাধ্যমে নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন মারুফ। পারিচালনার পাশাপাশি গল্প ও চিত্রনাট্যও তার লেখা।

এই সিনেমায় তার বিপরীতে আমেরিকায় বসবাসরত বাংলাদেশি মডেল, ফ্যাশন ডিজাইনার ও কোরিওগ্রাফার নুসরাত তিসাম ও নাজিদা সৈয়দকে দেখা যাবে। এ ছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নওশীন, হিল্লোল, শিরিন বকুল, শিশুশিল্পী কাজী আরিশা, আকাশ রহমান, রাফি আহমেদ প্রমুখ।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD