রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০২:১৬ পূর্বাহ্ন




দেশে খাদ্যের কোনো ঘাটতি নেই : সংসদে খাদ্যমন্ত্রী

আরব বাংলা টিভি রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩০ বার পড়া হয়েছে

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, দেশে চাহিদার চেয়ে খাদ্যশস্যের উৎপাদন বেশি। সে কারণে বর্তমানে দেশে খাদ্যের কোনো ঘাটতি নেই।

বুধবার (৮ ফেব্রুয়ারি) সংসদে সরকার দলীয় এমপি বেগম শামসুন নাহারের লিখিত প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো পরিচালিত হাউসহোল্ড ইনকাম অ্যান্ড এক্সপেনডিচার সার্ভে (ইইচআইইএস ২০১৬) অনুসারে দেশের মোট খ্যাদ্যের চাহিদা ২৩৮ লাখ ৩৯ হাজার মেট্রিক টন। আর খাদ্যশস্যের উৎপাদন ৩৯১ লাখ ৩০ হাজার মেট্রিক টন।

সরকার দলীয় এমপি কাজিম উদ্দিন আহম্মেদের প্রশ্নের জবাবে সাধন চন্দ্র মজুমদার বলেন, বর্তমানে (৩০, ০১, ২০২৩ তারিখ পর্যন্ত) সরকারি খাদ্য গুদামে ১৫ লাখ ৮৯ হাজার ২৮ মেট্রিক টন চাল ও ৩ লাখ ৭৯ হাজার ৭৯ মেট্রিক টন গম মজুত রয়েছে। সবমিলিয়ে মোট ১৯ লাখ ৬৮ হাজার ১০৭ মেট্রিক টন খাদ্যশস্য মজুত রয়েছে। বর্তমান খাদ্য মজুত বিবেচনায় আপাতত খাদ্যের কোনো ঘাটতি নেই।

সরকার দলীয় এমপি আলী আজমের এক প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী জানান, চলতি আমন সংগ্রহ ২০২২-২০২৩ মৌসুমে সরকারিভাবে ৩ লাখ মেট্রিক টন ধান ও ৫ লাখ মেট্রিক টন সেদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।



আরো পড়ুন



আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  




© All rights reserved © ArabBanglaTV

Developer Design Host BD