গতবছর প্রতিটি পূজা কমিটিকে ৬০ হাজার টাকা করে অনুদান দিয়েছিল পশ্চিমবঙ্গ সরকার। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও ১০ হাজার টাকা অনুদান বাড়ানোর ঘোষণা দিয়েছেন। ফলে এ বছর দুর্গাপূজার কমিটিগুলো অনুদান পাবে ৭০ হাজার টাকা করে।
পশ্চিমবঙ্গের বিভিন্ন পূজা কমিটিগুলোকে প্রতি বছরই আর্থিক সাহায্য দিয়ে আসছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। শুরু হয়েছিল ২৫ হাজার টাকা করে। তবে কোভিডকালে তা বাড়িয়ে ৫০ হাজার টাকা করা হয়। তারপর বেড়ে হয় ৬০ হাজার টাকা। আর এবার দুর্গাপূজার কমিটিগুলোর জন্য আরও ১০ হাজার টাকা ‘শারদীয়’ অনুদান বাড়ালেন মুখ্যমন্ত্রী।
মঙ্গলবার (২২ আগস্ট) বিকেলে রাজ্যের সব দুর্গাপূজা কমিটিগুলোর সঙ্গে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা। সেই সময়েই বিগত বছরগুলোতে কীভাবে রাজ্য সরকার পূজোর অনুদান বাড়িয়েছে, সেই হিসেব তুলে ধরছিলেন তিনি। সেই সময় মুখ্যমন্ত্রী বলেন, ‘এবার তাহলে ওটা অর্ধেক করে দিই?’ বলে নিজেই কিছুটা হেসে ফেলেন মমতা। তারপর বলেন, ‘সরকারের কিন্তু একদম টাকা নেই। যখন প্রয়োজন হবে সাহায্য করবেন তো?’ এরপরই ঘোষণা করলেন, ‘৬০ হাজার থেকে বাড়িয়ে ৭০ হাজার করলাম।’ মমতা বন্দ্যোপাধ্যায় এদিন আরও বলেন, ‘এমন নয় যে আমরা টাকা দিয়ে ক্লাবগুলোকে কিনে নিচ্ছি। তা নয়। আমাদের টাকা কম। টাকা নেই।’
পূজা কমিটিগুলোর জন্য অনুদানের অঙ্ক বাড়ানোর পাশাপাশি বিদ্যুতের বিলের ক্ষেত্রেও আরও ছাড়ের কথা ঘোষণা করলেন মমতা। সিইএসসি এবং রাজ্য বিদ্যুৎ বণ্টন নিগম উভয়েই সিদ্ধান্ত নিয়েছে এই বছর কমিটিগুলোকে বিদ্যুতের বিলের এক চতুর্থাংশ দিতে হবে। আগে যা দিতে হতো দুই তৃতীয়াংশ। বিদ্যুতের বিলে বাড়তি ছাড়ের কথা ঘোষণা করে মমতা বললেন, ‘আর বাদ বাকি তো নো ট্যাক্স। আপনাদের বিজ্ঞাপনের ট্যাক্সও দিতে হয় না। দমকলও ফ্রি। সবটাই ফ্রি। দমকলের অনুমতিও ফ্রি। সেটাও উঠে গেছে। কোনও কিছু দিতে হবে না। আপনারা সুন্দর করে, ভালো করে পূজা করুন।’
সূত্র : টিভি৯ বাংলা