দুপুরে শীত ও গ্রীষ্মকালীন ছুটি বাতিলের বিজ্ঞপ্তির কয়েক ঘণ্টার ব্যবধানে নতুন সিদ্ধান্ত জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসন। বছরে এ সংক্রান্ত ৯ দিনের ছুটি ঘোষণা থাকলেও হঠাৎ এ সিদ্ধান্ত বাতিল করা হয়। পরবর্তীতে দুদিন বাড়িয়ে ছুটি করা হয় ১১দিন।
বুধবার (১২ নভেম্বর) বিকেলে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এতে জানানো হয়, শীতকালীন ছুটি ২৬-৩১ ডিসেম্বর পর্যন্ত ৫ দিন এবং গ্রীষ্মকালীন ছুটি ২৪-৩০ জুন পর্যন্ত ৬ দিন ধার্য করা হয়েছে।
এর আগে দুপুরে ছুটি বাতিল সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশের পর শিক্ষার্থীদের ক্ষোভ করতে দেখা যায়। এ নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে নিউজ প্রকাশিত হয়। পরবর্তীতে বিজ্ঞপ্তি সংশোধন করে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অধিদপ্তর। ঢাবির শীতকালীন ও গ্রীষ্মকালীন ছুটি পরিবর্তন শিরোনামে পুনরায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে বিশ্ববিদ্যালয়ের ২০২৩ সালের শীতকালীন ছুটি আংশিক পরিবর্তন করে ডিসেম্বর ১০-১৩ তারিখের পরিবর্তে ডিসেম্বর ২৬-৩১ তারিখ এবং ২০২৪ সালের গ্রীষ্মকালীন ছুটি আংশিক পরিবর্তন করে মে ২৬-৩০ তারিখের পরিবর্তে জুন ২৪-৩০ তারিখ করা হয়েছে। শীতকালীন ও গ্রীষ্মকালীন কোনো ছুটি বাতিল বা কর্তন করা হয়নি।
এ বিষয়ে জনসংযোগ অধিদপ্তরের পরিচালক মাহমুদ আলম বলেন, আসলে শিক্ষার্থীদের ছুটি বাতিল বা কর্তন করা হয়নি। শীতকালীন ছুটি ১৩ ডিসেম্বরের পরিবর্তে ২৬ ডিসেম্বর থেকে শুরু হবে এবং গ্রীষ্মের ছুটি ২৬ মে’র পরিবর্তে ২৪ জুন থেকে শুরু হবে। এখানে যারা দায়িত্বে ছিলো তাদের কিছুটা ভুল ছিলো। পরবর্তীতে আমরা বুঝতে পেরে বিষয়টি সংশোধন করে দিয়েছি।