রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০১:২০ অপরাহ্ন

দীর্ঘদিন পর রাজপথে বিশাল শোডাউনে সম্রাট

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২১ আগস্ট, ২০২৩ ১২:৪৩ pm

দীর্ঘদিন পর রাজধানীতে হাজারো নেতাকর্মী নিয়ে শোডাউন করেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল চৌধুরী সম্রাট। আজ (সোমবার) ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবসে ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হামলায় নিহতদের স্মরণে আয়োজিত আলোচনা সভায় আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে সকালে বিশাল কর্মীবাহিনী নিয়ে মিছিল সহকারে জাতীয় প্রেস ক্লাব চত্বরে উপস্থিত হন ইসমাইল চৌধুরী সম্রাট। এসময় প্রেস ক্লাব, হাইকোর্ট চত্বরে প্রায় ২০ হাজার নেতাকর্মীর উপস্থিতি দেখা যায়। প্রধানমন্ত্রী গাড়ির বহর নিয়ে চলে যাওয়ার পর সম্রাটকে হাতে হ্যান্ডমাইক নিয়ে কয়েক মিনিট স্লোগান দিতেও দেখা গেছে। এসময় সম্রাটসহ তার অনুসারীদেরকে হাত নাড়িয়ে শেখ হাসিনাকে শুভেচ্ছা জানাতে দেখা যায়। এর জবাবে হাত নাড়িয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও শুভেচ্ছা জানাতে গেছে।

এসময় ইসমাইল চৌধুরী সম্রাট ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের নেতাকর্মীদের আগামী সংসদ নির্বাচনে রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে টানা চতুর্থবারের মতো ক্ষমতায় বসানোর আগ পর্যন্ত সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, নির্বাচন ঘনিয়ে আসছে, নানা রকম ষড়যন্ত্র চলছে। সবাইকে সতর্ক থাকতে হবে। রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে টানা চতুর্থ মেয়াদে ক্ষমতায় আনতে হবে।

তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা সংসদে, আমরা আছি রাজপথে।

উপস্থিত একাধিক নেতাকর্মীরা জানান, দীর্ঘদিন পর বিশাল কর্মী বাহিনীর উপস্থিতির মধ্য দিয়ে সম্রাট আবারও প্রমাণ করেছেন তিনি ফুরিয়ে যাননি। অতীতে ঢাকার যেকোনো জনসমাবেশে তার নেতৃত্বে বিশাল কর্মী বাহিনী অংশ নিয়েছে।

এর আগে সকাল ৯টা থেকে প্রেস ক্লাব ও হাইকোর্ট চত্বর এলাকায় জড়ো হতে শুরু করেন সম্রাট অনুসারী আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতা-কর্মীরা। মাথায় কালো কাপড় বেঁধে খণ্ড খণ্ড মিছিল নিয়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ ইসমাইল চৌধুরী সম্রাটের নেতৃত্বে জঙ্গিবাদ, মৌলবাদের আস্তানা রাখব না’ ইত্যাদি স্লোগানে নেতাকর্মীদের জড়ো হতে দেখা যায়।

প্রেস ক্লাব চত্বর থেকে শিক্ষা ভবন হয়ে হাইকোর্ট চত্বর ছাড়িয়ে যায় হাতে হাত ধরে সারি বাঁধা নেতাকর্মীদের লাইন। প্রধানমন্ত্রীর গাড়ির বহর যাওয়ার আগে ইসমাইল চৌধুরী সম্রাটকে পায়ে হেঁটে হাইকোর্ট চত্বর পর্যন্ত সারি বাঁধা নেতাকর্মীদের খোঁজ নিতে দেখা গেছে। এসময় নেতাকর্মীরাও সম্রাটকে কাছে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।

নেতা-কর্মীরা বলেন, ইসমাইল চৌধুরী সম্রাটকে রাজপথ থেকে দূরে সরিয়ে রাখার জন্য বহু ষড়যন্ত্র হয়েছে। কিন্তু রাজপথের কর্মী সম্রাটকে দূরে সরিয়ে রাখা যায়নি। বঙ্গবন্ধু আদর্শের কর্মী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৈনিক হিসেবে সকল অপশক্তিকে রাজপথে রুখে দিতে সম্রাট মাঠে নেমেছেন।

তারা বলছেন, বিশাল কর্মী বাহিনীর উপস্থিতির মধ্য দিয়ে সম্রাট আবারও প্রমাণ করেছেন তিনি ফুরিয়ে যাননি। অতীতে ঢাকার যেকোনো জনসমাবেশে তার নেতৃত্বে বিশাল কর্মী বাহিনী অংশ নিয়েছে। বঙ্গবন্ধুকন্যার ভ্যানগার্ড হিসেবে রাজপথে অবস্থান নিয়ে আবারো নিজের অবস্থানের জানান দিয়েছেন তিনি।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD