আন্তর্জাতিক ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ব্যস্ততার মাঝে ঘরোয়া লিগেও কদাচিৎ দেখা যায় টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানকে। ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সর্বশেষ আসরে মোহামেডান স্পোর্টিং ক্লাবের নেতৃত্বে ছিলেন সাকিব।
তবে এবার মোহামেডান ছাড়ছেন সাকিব। এমনটাই নিশ্চিত করেছেন মোহামেডান ক্রিকেট কমিটির প্রেসিডেন্ট এজিএম সাব্বির।
এশিয়া কাপ খেলতে ইতোমধ্যে শ্রীলঙ্কায় পৌঁছে গেছে বাংলাদেশ দল। হাইব্রিড মডেলে এবারের এশিয়া কাপে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের অভিযান শুরু করবে টিম টাইগার্স। এশিয়া কাপের এই ডামাডোলের মধ্যেই সাকিবের দল পরিবর্তনের খবর সামনে এলো।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে মোহামেডান কর্মকর্তা সাব্বির লেখেন, ‘এটা আনুষ্ঠানিক যে সাকিব এ বছর ডিপিএলে মোহামেডানের হয়ে খেলবেন না।’ যদিও এ ব্যাপারে আর বিস্তারিত কিছু জানাননি তিনি।
তবে গুঞ্জন রয়েছে আগামী ২ মৌসুম সাকিব শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে খেলতে পারেন। এছাড়া আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) সাকিবকে দেখা যাবে নতুন ঠিকানা রংপুর রাইডার্সে। ২ বছরের চুক্তিতে এই অলরাউন্ডারকে গেল মাসেই যুক্ত করেছিল রংপুর।
উল্লেখ্য, গত ডিপিএলে মোহামেডানের হয়ে মাত্র ৪টি ম্যাচ খেলেছেন সাকিব। ১০৩.১৫ স্ট্রাইকরেটে করেছিলেন ৯৫ রান। বল হাতেও তেমন সফল ছিলেন না। ৪ ম্যাচে নিয়েছেন সমান ৪ উইকেট।