দক্ষিণ আফ্রিকায় আসার ৩ মাস পর মোহাম্মদ সুজন আলী ওরফে বাবু (৩০) নামের এক প্রবাসীকে খুঁজে পাচ্ছে না তার পরিবার। তিনি ঠাকুরগাঁ জেলার রাণীশংকৈল উপজেলায় আবুল হোসেনের ছেলে। গত ১৭ জুলাই দেশটির কেপটাউনের মিসেস প্লান এলাকা থেকে তিনি নিখোঁজ হন।
সুজন আলীর চাচাতো ভাই মোহাম্মদ রাজিউর রহমান নিখোঁজের তথ্যটি জানান। তিনি বলেন, ‘প্রায় একমাস ধরে ছেলের কোন খোঁজ না পেয়ে তার পিতা মুমূর্ষু অবস্থায় আছেন। তিনি কথা বলতে পারছেন না। রাণীশংকর থানায় অভিযোগ দিতে গেলে তারা গ্রহণ করেনি। দক্ষিণ আফ্রিকায় আমাদের কাছের কেউ না থাকায় তেমন সহযোগিতা পাওয়া যাচ্ছে না।’
কেপটাউনে বসবাস করা ঠাকুরগাঁও জেলার বাসিন্দাদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, স্থানীয় জ্যাকশন অফ লেন্টাগুরী পুলিশ স্টেশনে নিখোঁজ ডাইরি করা হয়েছে। পুলিশ কাজ করছে। সঠিক ঘটনা কি তা পুলিশের তদন্তে বেরিয়ে আসবে বলে আশা করেন তারা।
তবে তারা জানান, সুজন আলী নিখোঁজের ঘটনায় তার পূর্ব পরিচিত এলাকার কয়েকজনকে সন্দেহ করা হচ্ছে।
তারা আরও জানান, প্রিটোরিয়াস্থ বাংলাদেশ দূতাবাস বরাবর সুজনের নিখোঁজ হওয়ার ঘটনা মৌখিকভাবে জানানো হয়েছে। একজন কর্মকর্তা লিখিত অবেদন করতে বলেছেন।
ঘটনা নিয়ে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করা হলে তারা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।