বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ০৯:২৭ অপরাহ্ন

তৃতীয় সন্তানের বাবা হলেন শোয়েব আক্তার

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২ মার্চ, ২০২৪ ৯:৩২ am

তৃতীয় সন্তানের বাবা হয়েছেন পাকিস্তানের সাবেক তারকা পেসার শোয়েব আক্তার। শুক্রবার এ তথ্য জানিয়েছেন শোয়েব নিজেই। ৪৮ বছর বয়সি শোয়ের এবার কন্যা সন্তানের বাবা হলেন।

শুক্রবার সামাজিকমাধ্যমে ইনস্টাগ্রামে তিনি মেয়ের জন্মের কথা জানান।

শোয়েব বলেন, মিকাইল এবং মুজাদ্দিদের এখন একটি ছোট বোন আছে। আল্লাহ তায়ালা আমাদের মেয়ে সন্তান দিয়েছেন। নুরে আলী আক্তারকে শুভেচ্ছা জানাচ্ছি।

তিনি বলেন, জুমার নামাজের সময়, ১৪ শাবান, ১৪৪৫ হিজরিতে তার জন্ম হয়েছে। আমার জন্য সবাইকে দোয়া করার অনুরোধ করছি।

২০১৪ সালের ২৫ জুন রুবাব খান নামে এক নারীকে বিয়ে করেন শোয়েব। এখন তাদের ঘরে রয়েছে তিন সন্তান। ২০১৬ সালে তাদের প্রথম ছেলে সন্তান মিকাইলের জন্ম হয়। ২০১৯ সালে দ্বিতীয়বারের মতো বাবা হন এই গতি তারকা। ওই সময় দ্বিতীয় ছেলে হয় তাদের। এবার ঘর আলো করে এলো কন্যা নুরে আলী।

সূত্র: জিও টিভি।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD