সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৭ অপরাহ্ন

তীব্র অপুষ্টিতে দুই লাখেরও বেশি শিশু মৃত্যুর ঝুঁকিতে

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩ ৯:২৩ am

আফ্রিকার দেশ মালিতে ৫ বছরের কম বয়সী ১০ লাখের বেশি শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে। এরমধ্যে দুই লাখেরও বেশি শিশু রয়েছে মৃত্যুর ঝুঁকিতে।

শুক্রবার (১ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এই তথ্য প্রকাশ করেছে জাতিসংঘ।

সংস্থার এক জরিপে দেখা গেছে, মালির প্রতি চারজনের মধ্যে একজন মাঝারি থেকে তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে। যাদের বড় একটা অংশ শিশু। এছাড়া মেনাকার সংঘাতপূর্ণ বিভিন্ন অঞ্চলের অনেক শিশু দুর্ভিক্ষের সম্মুখীন হয়েছে।

মালি সফর শেষে ইউনিসেফ ও জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) ঊর্ধ্বতন কর্মকর্তারা সাংবাদিকেদের এসব তথ্য জানান।

ইউনিসেফের কর্মকর্তা টেড চাইবান বলেন, কঠিন মানবিক সঙ্কটের মধ্য দিয়ে যাচ্ছে মালি। এই সঙ্কট মোকাবেলায় জরুরি সহায়তার প্রয়োজন। এই সঙ্কট মোকাবেলায় ইউনিসেফ কাজ চালিয়ে যাবে।

২০২০ সালের পর থেকে দুটি অভ্যুত্থান ঘটে মালিতে। এ পরিপ্রেক্ষিতে নানা ধরনের সংঘাতে জর্জরিত দেশটির নাগরিকরা দুর্বিষহ জীবনযাপন করছে।

এদিকে, মালিতে প্রথমবারের মতো ২ হাজার ৫০০ জনেরও বেশি মানুষ দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে মেনাকা অঞ্চলে, যাদের বেশিরভাগই শিশু।

উল্লেখ্য, মালির জনসংখ্যার প্রায় এক চতুর্থাংশ মাঝারি বা তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় ভোগে।

সূত্র: ইউনিসেফ

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD