মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৩:০৯ পূর্বাহ্ন

তিন দলকে চিঠি পাঠানো নিয়ে যা বললো মার্কিন দূতাবাস

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩ ১:২৯ pm

মার্কিন যুক্তরাষ্ট্র একটি শান্তিপূর্ণ উপায়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায়। যুক্তরাষ্ট্র সব পক্ষকে (রাজ‌নৈ‌তিক দলগু‌লো‌কে) সহিংসতা পরিহার এবং সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছে।

সোমবার (১৩ নভেম্বর) বাংলাদেশের আসন্ন নির্বাচ‌ন ইস্যুতে তিন‌টি প্রধান রাজনৈ‌তিক দলকে চিঠি পাঠানো ইস্যুতে এক বিবৃতিতে এ কথা বলেন ঢাকার মা‌র্কিন দূতাবাসের মুখপাত্র স্টিফেন ইবে‌লি।

তিনি জানান, বাংলাদেশের আসন্ন নির্বাচ‌ন ইস্যুতে তিন‌টি প্রধান রাজনৈ‌তিক দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠকের অনুরোধ করেছেন ঢাকায় নিযুক্ত মা‌র্কিন রাষ্ট্রদূত পিটার হাস। দলগুলো হলো- আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি।

সংলাপ প্রসঙ্গে বলা হ‌য়ে‌ছে, মার্কিন যুক্তরাষ্ট্র সব পক্ষকে পূর্বশর্ত ছাড়াই সংলাপে যুক্ত হওয়ার আহ্বান জানায়।

বিবৃতিতে যুক্তরাষ্ট্রের বাংলাদেশের জন্য ঘোষণা করা ভিসানী‌তির বিষয়‌টি ম‌নে ক‌রি‌য়ে দেওয়া হয়। এ প্রসঙ্গে বলা হয়েছে, যারা গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে ক্ষুণ্ন করবে তাদের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসানী‌তি (‌থ্রিসি) কার্যকর থাকবে।

এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র কোনো রাজনৈতিক দলকে সমর্থন করে না বলে বিবৃতিতে পুনরায় স্পষ্ট করেছে দূতাবাস।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD