রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০৪:০৫ পূর্বাহ্ন

তাঁতী বাজারে বাসে আগুন

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৮ নভেম্বর, ২০২৩ ২:০১ pm

বিএনপি-জামায়াতের তৃতীয় দফা অবরোধের প্রথম দিন রাজধানীর তাঁতী বাজারে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার (৮ নভেম্বর) সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে তাঁতী বাজার মোড় এলাকায় দিশারি পরিবহনে এ আগুন দেওয়া হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ৭টা ২৫ মিনিটে আগুনের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ৮ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছায়। কয়েক মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

এ ঘটনায় হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি।

এদিকে মঙ্গলবার (৭ নভেম্বর) রাত ১১টার দিকে রাজধানীর মালিবাগে বাহন পরিবহনের একটি পার্কিং করা বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট কাজ করে বাসের আগুন নির্বাপণ করে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD