শনিবার, ২২ মার্চ ২০২৫, ০৪:৪২ পূর্বাহ্ন

ঢামেকের গেট থেকে অজ্ঞাতপরিচয় যুবকের মরদেহ উদ্ধার

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪ ৯:১০ am

ঢাকা মেডিকেলের বাগানের গেটের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স অনুমানিক ৩০বছর।

মঙ্গলবার (১১জুন) দুপুর পৌনে দুইটার দিকে এ ঘটনা ঘটে।

শাহবাগ থানার পুলিশের উপ পরিদর্শক (এসআই) নীল কমল জানান, খবর পেয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের গেটের পাশ থেকে অচেতন অবস্থায় এক যুবককে উদ্ধার করা হয়। পরে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহত যুবকের নাম পরিচয় এখনো জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। আমরা সিআইডি ক্রাইমসিনকে খবর দিয়েছি। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার নাম পরিচয় শনাক্ত করা যাবে বলেও জানান তিনি।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD