সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ০২:৪৫ অপরাহ্ন

ঢাবি ক্যাম্পাসে ছাত্রদলের বিক্ষোভ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩ ৫:৫৪ am

শাহবাগ চত্বরে জাতীয়তাবাদী ছাত্রদল নেতৃবৃন্দের ওপর হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

ঢাবি ছাত্রদলের যুগ্ম সম্পাদক তারেক হাসান মামুন, আমানউল্লাহ আমান, হাসান আবিদুর রেজা বায়জীদ এবং নূরে আলম ভূঁইয়া ইমনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি কলভবনের প্রধান ফটক থেকে বের হয়।

পরে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে রাজু ভাস্কর্যে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং সুচিকিৎসার দাবি জানান। একই সঙ্গে সারা দেশে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর পৈশাচিক হামলার জন্য বাংলাদেশ ছাত্রলীগকে অবিলম্বে শাস্তির আওতায় আনার দাবি জানান।

আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে অচিরেই স্বৈরাচারী শেখ হাসিনাকে পদত্যাগে বাধ্য করে নির্দলীয়-নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশের জনগণের হারানো গণতন্ত্র এবং জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিয়ে ছাত্রদল ঘরে ফিরবে।

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি ছাত্রদলের ঘাঁটি, টেইক ব্যাক বাংলাদেশ, তারেক রহমান বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে— এ স্লোগানে মুখরিত হয় ক্যাম্পাস।

মিছিলে অন্যদের মধ্যে ছিলেন বিজয় একাত্তর হল ছাত্রদলের সাধারণ সম্পাদক বিএম কাউসার, সহসভাপতি আলমগীর হোসেন আলম, যুগ্মসম্পাদক শাহবাজ ইশতিয়াক পূরান, দপ্তর সম্পাদক মো. সাকিব বিশ্বাস, পল্লীকবি জসীমউদ্দীন হল ছাত্রদলের জ্যেষ্ঠ সহসভাপতি আবিদুল ইসলাম খান, যুগ্মসম্পাদক মকবুল হোসেন, সমাজসেবা সম্পাদক আনোয়ার সাকিব, কর্মী সিফাত,

সলিমুল্লাহ মুসলিম হলের যুগ্মসম্পাদক তারেক নূর, সমাজসেবা সম্পাদক এনামুল ইসলাম ইয়াছিন, সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রদলের যুগ্মসম্পাদক ইকরাম খাঁ, যুগ্মসম্পাদক সাইফ উল্লাহ সাইফ, সমাজসেবা সম্পাদক আবু জার গিফারী মাহফুজ, কর্মী হাসিবুর রহমান আসিফ,

কর্মী মো. জিন্নাহ চৌধুরী, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান ছাত্রদলের যুগ্মসম্পাদক উবাইদুল্লা রিদওয়ান, কর্মী রাফসান জানি মিঠু, মুজিব হল ছাত্রদলের যুগ্মসম্পাদক শরীফ উদ্দীন সরকার, কর্মী শাহাদাত মিঞা, স্যার এএফ রহমান হলের সহপ্রচার সম্পাদক মুন্না, কর্মী ফারহান প্রমুখ।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD