মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৪১ পূর্বাহ্ন

ঢাবির হলে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২১ আগস্ট, ২০২৩ ১:০০ pm

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল থেকে মঞ্জুরুল ইসলাম নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (২১ আগস্ট) বিকেল পৌনে ৪টার দিকে হলের ১৬৫নং কক্ষে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। তিনি ওই রুমে একাই থাকতেন। ধারণা করা হচ্ছে, আত্মহত্যা করেছেন।

মঞ্জুরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০১৬–২০১৭ শিক্ষাবর্ষের ছাত্র। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জে।

বিয়টি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাকসুদুর রহমান বলেন, হল প্রভোস্টের মাধ্যমে বিষয়টি আমি জানতে পেরেছি।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD