সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩১ পূর্বাহ্ন

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩ ৪:৪৫ am

মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন প্রায় ১২ জন বাসযাত্রী।

বুধবার (৬ সেপ্টেম্বর) হাসাড়া হাইওয়ে থানার ওসি কাঞ্চন কুমার সিংহ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন ভোর ৪টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে রামের খোলা নামক এলাকায় ফ্লাইওভারের ওপর এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, হাসিনা বেগম (৪২)। বাকি দুজনের পরিচয় পাওয়া যায়নি।

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩

আহতরা হলেন, পটুয়াখালীর মৃত আজহার উদ্দিন তালুকদারের ছেলে মো. মনিরুল ইসলাম (৪৬), বদু ফকির মিয়ার ছেলে মফিজুল ইসলাম (৪২), মৃত আবু সাত্তার জমাদ্দারের ছেলে মো. জহিরুল ইসলাম (৪৮)। চট্টগ্রামের মৃত আব্দুল বাতেন মিয়ার ছেলে লাভলু (৫৫)। বাকিদের পরিচয় জানা যায়নি।

ওসি কাঞ্চন কুমার সিংহ জানান, বুধবার ভোরে লাবিবা পরিবহনের একটি যাত্রীবাহী বাস কুয়াকাটা থেকে ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় ওই ফ্লাইওভারের ওপর দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রাককে ধাক্কা দিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ের রেলিংয়ের সঙ্গে সজোরে আঘাত লেগে উল্টে যায়। এতে তিনজন নিহত ও প্রায় ১২ জন যাত্রী আহত হয়েছেন। বাস ও ট্রাক পুলিশ হেফাজতে রয়েছে। আহতদেরকে ঢাকায় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD