ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির আট কিলোমিটার এলাকাজুড়ে ধীরগতিতে চলছে যানবাহন।
শুক্রবার (১৭ মার্চ) ছুটির দিনে যানবাহনের চাপ এবং মহাসড়কের দাউদকান্দি বিশ্বরোড এলাকায় সংস্কার কাজ চলায় বৃহস্পতিবার রাত থেকেই যান চলাচলে ধীরগতি। যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছে দাউদকান্দি হাইওয়ে পুলিশ।
হাইওয়ে ওসি জাহাঙ্গীর আলম জানান, মহাসড়কের গোমতী সেতু পূর্বে বলদাখাল থেকে বিশ্বরোড এলাকায় সওজের সংস্কার কাজ চলছে। এছাড়া শুক্রবার ছুটির দিন হওয়ায় যানবাহনের বাড়তি চাপের কারণে থেমে থেমে যানবাহন চলাচল করছে। যান চলাচল স্বাভাবিক করতে হাইওয়ে পুলিশ মহাসড়কের গৌরীপুর, হাসানপুর, বলদাখাল ও বিশ্বরোড এলাকায় কাজ করছে বলে জানান তিনি।