ঢাকা আইনজীবী সমিতির এনেক্স ভবনের ৩য় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সিগারেটের আগুন থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বুধবার (৬ মার্চ) বিকাল সাড়ে ৪ টার দিকে আগুন লাগে। এরপর ফায়ার সার্ভিসকে ৪ টা ৪৩ মিনিটে ফোন করলে তারা ঘটনাস্থলে আসেন।
ফায়ার সার্ভিসের সদরঘাট ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মাহমুদুল হাসান বলেন, ঢাকা আইনজীবী সমিতির তৃতীয় তলায় আগুনের লাগার ঘটনা আমাদের খবর দেওয়া হয়।আমরা দুইটি ইউনিট ঘটনাস্থলে আসি। আমরা আসার আগেই আগুর নিভে যায়। আমরা ধারণা করছি সিগারেট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে।