শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৯:১১ অপরাহ্ন

ঢাকার যে ২৬ হোটেল-রেস্তোরাঁয় ছাড় পাবেন পুলিশ সদস্যরা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪ ১০:১৩ am

ঢাকা অঞ্চলের বিভিন্ন হোটেলে থাকা এবং খাওয়ার ওপর বিশেষ মূল্যছাড় পাবেন পুলিশ সদস্যরা। গত ৩০ এপ্রিল ট্যুরিস্ট পুলিশের ঢাকা অঞ্চলের পুলিশ সুপার (এসপি) নাইমুল হক এ সংক্রান্ত একটি চিঠি পাঠিয়েছেন ট্যুরিস্ট পুলিশ সদর দপ্তরে।

চিঠিতে ২৬টি হোটেল ও রেস্তোরাঁর তালিকা দেওয়া হয়েছে। এর মধ্যে ১২টি হোটেল ও রেস্তোরাঁ এবং ১৪টি রেস্তোরাঁ রয়েছে। হোটেলে সর্বনিম্ন ৫০ শতাংশ ডিসকাউন্টে থাকতে পারবেন পুলিশ সদস্যরা। আর রেস্তোরাঁয় খাওয়ার ক্ষেত্রে ২০ শতাংশ ছাড় পাবেন।

মঙ্গলবার এসব তথ্য নিশ্চিত করেছেন এসপি নাইমুল হক।

ট্যুরিস্ট পুলিশের ঢাকা অঞ্চলের এসপি নাইমুল হক বলেন, নানা প্রয়োজনে বিভিন্ন অঞ্চল থেকে পুলিশ সদস্যদের ঢাকায় আসতে হয়, রাতে থাকতে হয়। সরকারিভাবে তাদের যে ভাতা দেওয়া হয়, সেটি প্রয়োজনের তুলনায় খুব কম। তাই হোটেল ও রেস্তোরাঁর সঙ্গে চুক্তি থাকলে দেখা যায়, তারা একটু কম খরচে থাকা-খাওয়ার সুযোগ পান। এতে পুলিশ সদস্যদের সুবিধা হয়।

তিনি আরও বলেন, সরকারি প্রয়োজন এবং দায়িত্ব পালনের জন্য ঢাকায় এলে পুলিশ সদস্যরা এ ধরনের সুবিধা পাবেন। এক্ষেত্রে অবশ্যই পুলিশ সদস্যদের বাহিনীতে কর্মরত থাকার প্রমাণ হিসেবে পরিচয়পত্র দেখাতে হবে। এ ধরনের চুক্তি কক্সবাজার, সিলেটসহ বিভিন্ন অঞ্চলের হোটেল ও রেস্তোরাঁর সঙ্গে পুলিশের রয়েছে। ঢাকা অঞ্চলে কিছুদিন হলো শুরু হয়েছে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD