মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৪৭ পূর্বাহ্ন

ঢাকার ম্যাজিস্ট্রেট আদালতের কার্যক্রম বন্ধ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৪ আগস্ট, ২০২৪ ৭:৩৮ am

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে অসহযোগ আন্দোলন কর্মসূচির মধ্যে ঢাকার চিফ মেট্রোপলিটন আদালতে হামলার পর চিফ মেট্রোপলিটন ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারিক কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।

রোববার (৪ আগস্ট) বেলা ১১টা ৫০ মিনিটের দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের প্রধান ফটক ভেঙে আন্দোলনকারীরা প্রবেশ করে। এ সময় তারা লাঠিসোঁটা, ইটপাটকেল নিক্ষেপ করে পুলিশের বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এর কিছুক্ষণ পরেই সাময়িকভাবে আদালতের কার্যক্রম বন্ধ রাখা হয়।

ঢাকার সিএমএম আদালতের নাজির রেজোয়ান খন্দকার বলেন, সিএমএম আদালতের বিচার কার্যক্রম বন্ধ রয়েছে। কখন কার্যক্রম শুরু হবে এ বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।

ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আনোয়ারুল কবীর বাবুল বলেন, আদালতে হামলার পর বিচার কার্যক্রম বন্ধ রয়েছে।

এদিকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল বলেন, আসামি না আসায় ওই সকল মামলার সাক্ষ্য গ্রহণ ও জামিন শুনানি বন্ধ আছে। তবে কিছু কিছু মামলার শুনানি চলছে।

ঢাকা জেলা ও দায়রা জজ আদালতের নাজির খাদেমুল ইসলাম বলেন, আদালতের নিয়মিত কার্যক্রম চলছে। আন্দোলনকে কেন্দ্র আদালত প্রাঙ্গণে নিরাপত্তা ব্যাবস্থা জোরদার করা হয়েছে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD