কার্তিক মাসের শেষ সময় চলছে, প্রকৃতিতে বইছে উত্তরের হিমেল বাতাস। বাতাসের কারণে খুব সকালে শরীরে হালকা শীত অনুভূত হচ্ছে। রয়েছে কুয়াশার আনাগোনাও। সেই সঙ্গে কমছে তাপমাত্রা।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকালে আবহাওয়া অধিদপ্তর বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়, ১৪.৮ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২১ ডিগ্রি সেলসিয়াস।
বুধবারও (৮ নভেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায়, ১৪.৮ ডিগ্রি সেলসিয়াস। ওইদিন ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.৭ ডিগ্রি সেলসিয়াস। ফলে একদিনের ব্যবধানে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা কমেছে ১.৭ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে আবহাওয়ার পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
ঢাকায় পশ্চিম/উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮-১২ কিলোমিটার গতিতে বাতাস প্রবাহিত হচ্ছে।
আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১৫ মিনিটে এবং শুক্রবার (১০ নভেম্বর) ঢাকায় সূর্যোদয় ভোর ৬টা ১০ মিনিটে।