মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০৭:০৬ পূর্বাহ্ন

ঢাকায় রাশিয়া দিবস উদযাপন

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪ ৭:০৯ am

প্রতি বছর ১২ জুন ‘রাশিয়া দিবস’ হিসেবে উদযাপিত হয়। এবারও দিবসটি উপযাপন করেছে ঢাকার রাশিয়ান হাউজ।

ঢাকাস্থ রাশিয়ান হাউজ ও বনানী মডেল স্কুল যৌথভাবে ১০ জুন রাশিয়া দিবস উদযাপনে একটি অনুষ্ঠানের আয়োজন করে।

ঢাকাস্থ রাশিয়ান হাউজের পরিচালক পি. দভইচেনকভ তার উদ্বোধনী বক্তব্যে রাশিয়ার ইতিহাস এবং এর সমৃদ্ধ সংস্কৃতি সম্পর্কে ও সরকারি ছুটির দিন-রাশিয়া দিবস, মাতৃভূমির প্রতি ভালোবাসা ও রাশিয়ার রীতিনীতি এবং ঐতিহ্য সম্পর্কে বলেন।

অনুষ্ঠান চলাকালীন, স্কুল শিক্ষার্থীদের জন্য মাত্রিওশকা অঙ্কনের জন্য একটি সৃজনশীল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে সেরা তিনজন প্রতিযোগীকে স্মরণীয় স্মারক প্রদান করা হয়।

প্রসঙ্গত, রাশিয়ার রাষ্ট্রীয় সার্বভৌমত্বের ঘোষণা গ্রহণের দিনকে বলা হয় রাশিয়া দিবস। ১৯৯২ সাল থেকে এটি প্রতি বছর ১২ জুন পালিত হয়ে আসছে। পিপলস ডেপুটিরা রাশিয়ান সোভিয়েত রাষ্ট্রে সাংবিধানিক সংস্কারের সূচনা হিসেবে দিনটি চিহ্নিত করে। ২০০২ সালের আগে পর্যন্ত এটি ছিল জাতীয় রাশিয়ান ফেডারেশনের ছুটির দিন।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD