বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ১২:৫০ অপরাহ্ন

ঢাকায় এলেন খালেদা জিয়ার পুত্রবধূ সিঁথি

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩ ১০:১১ am

ঢাকায় এসেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্রবধূ শর্মিলা রহমান সিঁথি। বৃহস্পতিবার দুপুর পৌনে তিনটায় মালয়েশিয়া থেকে তিনি ঢাকায় পৌঁছেছেন।

দলের নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, আমি শুনেছি তিনি এসেছেন। তার সঙ্গে আমার কোনো যোগাযোগ হয়নি।

এর আগে চলতি বছরের মার্চের শেষ দিকে ঢাকায় এসেছিলেন শর্মিলা রহমান।

এরও আগে খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে দেখার জন্য ২০২১ সালের ২৫ অক্টোবর ঢাকায় আসেন শর্মিলা রহমান। কিছুদিন পর কোকোর বড় মেয়ে জাহিয়া রহমানও ঢাকায় আসেন। পরে ১৬ জানুয়ারি রাতে লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD