রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ১২:৩০ অপরাহ্ন

ডেমরায় মধ্যরাতে বাসে আগুন

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩ ৫:২৬ am

রাজধানীর ডেমরায় মধ্যরাতে আসমানি পরিবহণ (ঢাকা মেট্রো ব—১৫—৩৫১৪) নামে একটি যাত্রীবাহী পাকিং করা বাসে কতিপয় দুর্বৃত্তরা আগুন দিয়েছে।

সোমবার দিনগত রাত ২টার দিকে হাজীনগর পুরাতন ৫তলা ভবন সংলগ্ন অভ্যন্তরীণ সড়কে এ ঘটনা ঘটে।

এ সময় বাসটির কয়েকটি সিটসহ বেশ কিছু অংশ পুড়ে নষ্ট হয়ে যায়। অভ্যন্তরীণ পানি নিষ্কাশন খাল কাছে থাকায় বাসটিতে আগুন লাগার পরপরই চালকসহ পথচারীরা আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হয়। পরবর্তীতে খবর পেয়ে ডেমরা থানা পুলিশ পুড়ে যাওয়া ওই বাসটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং পুলিশ দুর্ববৃত্তদের কাউকে গ্রেফতার করতে পারেনি।

প্রত্যক্ষদর্শীদের বরাতে এ বিষয়ে ডেমরা থানার ওসি (তদন্ত) মো. ফারুক মোল্লা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দ্বিতীয় দফায় বিএনপি—জামায়াতের ডাকা অবরোধের শেষের দিনগত গভীর রাতে জনমনে আতঙ্ক ও নাশকতা সৃষ্টির লক্ষ্যে বিএনপি—জামায়াতের দুষ্কৃতিকারীরা বাসে আগুন দিয়েছে। তাদের এ রাষ্ট্রবিরোধী কার্যক্রমের বিরুদ্ধে বাস কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে যথাযোগ্য আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD