বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৬:০১ পূর্বাহ্ন

ডেঙ্গু মোকাবিলায় দুই ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪ ১০:৪৪ am

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (ঢাকা বিভাগ) ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেছেন, ডেঙ্গু মোকাবিলায় দুই ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। একটি হচ্ছে হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা। জেলা থেকে উপজেলা পর্যন্ত পর্যাপ্ত পরীক্ষার ব্যবস্থা রয়েছে। আরেকটি হচ্ছে মশা নিয়ন্ত্রণ। সরকার সেই কাজটিও করছে।

বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

পরিদর্শনের বিষয়ে তিনি বলেন, খানপুর হাসপাতাল ৫০০ শয্যায় উন্নীত হচ্ছে। এই কার্যক্রমের সর্বশেষ অবস্থা আজ আমরা পরিদর্শন করেছি। যুগের সঙ্গে তাল মিলিয়ে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে কীভাবে রোগীদের সেবার মান বৃদ্ধি করা যায় সেই বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

ডেঙ্গু পরিস্থিতির বিষয়ে পরিচালক বলেন, নারায়ণগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি আগের তুলনায় ভালো। ২২ জন রোগী ভর্তি আছেন হাসপাতালে। পরীক্ষা-নিরীক্ষার পর্যাপ্ত কিট রয়েছে। সিটি কর্পোরেশন ও স্থানীয় সরকার মশা নিয়ন্ত্রণে কাজ করবে। আশা করছি দ্রুতই ডেঙ্গু পরিস্থিতি ভালো হবে।

এ সময় খানপুর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল বাশারসহ জেলা স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতনরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD