বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ০৬:০৭ অপরাহ্ন

ডেঙ্গু আক্রান্ত সাইফ হাসান

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩ ৮:১৭ am

এশিয়া কাপের আগে বাংলাদেশ দলের দু:সংবাদ যেন থামছেই না। একটু প্রথম থেকেই ব্যাখা করা যাক, শুরুতে এবাদত হোসেনের ছিটকে যাওয়া। এরপর জ্বরের কারণে এশিয়া কাপের প্রথম ফ্লাইট ধরতে ব্যর্থ হন লিটন দাস। জানা গেছে আজ পর্যন্ত জ্বর কমেনি টাইগার এই ওপেনারের।

লিটন যদি শেষ পর্যন্ত এশিয়া কাপের প্রথম ম্যাচে মাঠে নামতে না পারের সেক্ষেত্রে বিসিবির ভাবনায় ছিল বিকল্প ওপেনার। সেই ওপেনার হিসেবে প্রথম পছন্দ ছিল অতিরিক্ত হিসেবে থাকা সাইফ হাসান। তবে এখানেও জমাট বেধেছে কালো মেঘ। অস্বস্তির খবর হলো ডেঙ্গু আক্রান্ত হয়েছেন সাইফ।

আজ সোমবার বিষয়টি নিশ্চিত হয়েছে। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘কয়েকদিন আগে তার পরীক্ষা পজিটিভ আসে। কিন্তু এখন সাইফের তাপমাত্রা স্বাভাবিক রয়েছে। আমরা সবকিছু দেখাশোনা করছি।’

সবমিলিয়ে বলা চলে এশিয়া কাপ শুরুর আগে খুব একটা স্বস্তিতে নেই বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্ট। কেননা লিটন এবং সাইফের মধ্যে কেউ যদি শেষ পর্যন্ত যেতে না পারে সবমিলিয়ে একটা বড় সমস্যায় পড়বে টাইগাররা।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD