শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ০৯:১০ পূর্বাহ্ন

ট্রাকের ধাক্কায় অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য নিহত

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ মে, ২০২৪ ১:৫৫ pm

টাঙ্গাইলের ভূঞাপুরে গরুবাহী ট্রাকের ধাক্কায় অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আলাউদ্দিন খান নিহত হয়েছেন।

সোমবার (১৩ মে) দুপুরে উপজেলার অর্জুনা এলাকায় রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।

নিহত আলাউদ্দিন খান উপজেলার অর্জুনা গ্রামের মৃত মাজম আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আলাউদ্দিন স্থানীয় অর্জুনা উপস্বাস্থ্যকেন্দ্র থেকে রাস্তা দিয়ে হেঁটে বাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় গরুবাহী একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুত্বর আহত অবস্থায় আলাউদ্দিনকে উদ্ধার করে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন। পরে টাঙ্গাইলে যাওয়ার পথেই তিনি মারা যান।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের চিকিৎসক ডা. খাদেমুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় গুরুত্বর আহত ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছিল। তার শারীরিক অবস্থা খারাপ হওয়ায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পথিমধ্যেই তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্ল্যাহ জানান, সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য নিহত হওয়ার বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD