সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৪ অপরাহ্ন

ট্রাকচাপায় মটরসাইকেল আরোহী নিহত

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩ ৬:১৮ am

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ট্রাকচাপায় ইমরান আলী (৪২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের মোবারকপুর ইউনিয়নের খড়কপুর স্থানে এ দুর্ঘটনা ঘটে।

ইমরান শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের আলামিন মেম্বারের ছেলে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জুবায়ের আহমেদ জানান, সোনামসজিদ স্থলবন্দর থেকে ছেড়ে আসা ট্রাক মোটরসাইকেল আরোহী ইমরানকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।

তিনি বলেন, ঘটনার পর ট্রাকচালক পলাতক রয়েছেন। এ বিষয়ে পরবর্তী আইনী পদক্ষেপ প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD