কক্সবাজারের টেকনাফ থানাধীন হ্নীলায় অভিযান চালিয়ে ৯০ হাজার পিস ইয়াবাসহ শামসুল আলম (৩৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৫ এর সদস্যরা।
কক্সবাজার র্যাব-১৫, অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক
(ল’অ্যান্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার (৯ জানুয়ারি) ১২টার দিকে র্যাব-১৫, কক্সবাজার এর সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের আভিযানিক দল টেকনাফ থানাধীন হ্নীলা ইউপির লেদা রোহিঙ্গা ক্যাম্পের শামসুল আলমের বসতঘরের কাছে এক অভিযান পরিচালনা করে।
অভিযানে মাদক ব্যবসায়ী শামসুল আলমকে আটক করা হয়।
উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটক ব্যক্তির দেহ ও আশপাশ এলাকা তল্লাশি করে ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তির বিস্তারিত পরিচয় জানা যায়। তিনি লেদা রোহিঙ্গা ২৪ নম্বর ক্যাম্পের সিআর নং-পি-৫৭-১৭, সি-৫৩২৪৯, ব্লক-১২ এর বাসিন্দা নুর আলমের ছেলে।
আভিযানিক দল বর্ণিত স্থানে পোঁছার পূর্বেই তিনজন মাদক ব্যবসায়ী পালিয়ে যায় মর্মে ধৃত মাদক ব্যবসায়ী স্বীকার করেন।
জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, ধৃত ব্যক্তি ও পলাতক আসামিরা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে নেশাজাতীয় অবৈধ মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারসহ বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছেন।
তিনি আরও জানান, উদ্ধার মাদকদ্রব্যসহ আটক ও পলাতক আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।