শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৮:৪৭ পূর্বাহ্ন

টাকার বিনিময়ে মনগড়া রিপোর্ট, হাসপাতাল সিলগালা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩ ১০:১৪ am

আশুলিয়ার শ্রীপুরে ডেঙ্গু পরীক্ষার ফি বেশি নেওয়া ও টাকার বিনিময়ে রিপোর্ট তৈরি করারসহ নানান অভিযোগে দ্বীপ জেনারেল হাসপাতালকে সিলগালা করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদার নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায় ওই হাসপাতালটিতে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা বলেন, অভিযানে ডেঙ্গু টেস্টে সরকারের বেঁধে দেওয়া ৩০০ টাকার জায়গায় ৫০০ টাকা নেওয়ার প্রমাণ মেলে। একই সঙ্গে রোগীদের কাছ থেকে টাকা নিয়ে মনগড়া রিপোর্ট তৈরি করে দেওয়ার বিষয়টি প্রমাণিত হলে হাসপাতালটিকে ৫০ হাজার টাকা জরিমানা ও সিলগালা করা হয়।

তিনি আরও বলেন, হাসপাতালটিতে নানান অসঙ্গতি পাওয়া গেছে। তাই হাসপাতালটি বন্ধ করে দেওয়া হয়। একই সঙ্গে সেখানে ভর্তি সব রোগীকে পাশের নাগরিক হাসপাতালে স্থানান্তর করে চিকিৎসার ব্যবস্থা করা হয়।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD