সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৮:১৮ অপরাহ্ন

টস জিতে ব্যাট করছে বাংলাদেশ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪ ১২:৩৭ pm

দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগেই পাকিস্তান ‘এ’ দলের সঙ্গে দুটি চারদিনের ম্যাচ খেলবে বাংলাদেশ ‘এ’ দল। যে দলটির হয়ে খেলতে আগেই পাকিস্তান পৌঁছে গেছেন মুমিনুল হক এবং মুশফিকুর রহিমরা।

আজ ইসলামাবাদে শুরু হয়েছে ম্যাচটি। স্থানীয় সময় দুপুর দেড়টায় টস অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক এনামুল হক বিজয় শুরুতেই জয় পেলেন। টস জিতলেন তিনি। টস জিতেই প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।

ইসলামাবাদ ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে পাকিস্তান ‘এ’ দলকে (পাকিস্তান শাহিন) নেতৃত্ব দিচ্ছেন সউদ শাকিল। বাংলাদেশ ‘এ’ দলের হয়ে খেলছেন টেস্ট ক্রিকেটার মুশফিক-মুমিনুল ছাড়াও শাহাদাত হোসেন দিপু, মাহমুদুল হাসান জয় এবং নাইম হাসানরাও।

বাংলাদেশ ‘এ’ একাদশ

এনামুল হক বিজয় (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, শাহাদাত হোসেন দিপু, নাইম হাসান, হাসান মুরাদ, তানজিম হাসান সাকিব, রেজাউর রহমান রাজা এবং হাসান মাহমুদ।

পাকিস্তান ‘এ’ একাদশ
সাইম আইয়ুব, মুহাম্মদ হুরাইরা, উমর আমিন, সউদ শাকিল (অধিনায়ক), কামরান গুলাম, সরফরাজ আহমেদ, শাদ খান, মুহাম্মদ রমিজ জুনিয়র, মুহাম্মদ আলি, নাসিম শাহ, মির হামজা।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD