বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৫৬ পূর্বাহ্ন

জোহানেসবার্গে আগুনে নিহত অন্তত অর্ধশত

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩ ৬:২১ am

সাউথ আফ্রিকার জোহানেসবার্গের একটি বহুতলে আগুনে এখনো পর্যন্ত অর্ধশত জন মারা গেছেন বলে জানা গেছে। বুধবার রাতে আগুন লাগে সাউথ আফ্রিকার সবচেয়ে বড় শহর জোহানেসবার্গের একটি বহুতলে এ ঘটনা ঘটে।

ইমার্জেন্সি ম্যানেজমেন্টের মুখপাত্র রবার্ট মালাউদজি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘এখনো পর্যন্ত ৩৮ জন মারা গেছেন। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।’

সংবাদমাধ্যম এপি জানিয়েছেন, ‘এখন পর্যন্ত ৫২ জন মারা গেছেন। নিহত সংখ্যা আরও বাড়তে পারে।’

প্রাথমিকভাবে প্রশাসনের তরফে টুইট করে বলা হয়েছিল, ১০ জনের মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সের ভিতর অনেকের চিকিৎসা করা হয়েছে। বহু মানুষকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পরে প্রশাসন মৃতের সংখ্যা এক লাফে ২০ বলে ঘোষণা করে। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩৮।

বেসরকারি সূত্র জানাচ্ছে, এখনো পর্যন্ত ৫২ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। ৪৩ জন আহত। এখনো বহু মানুষ ওই বহুতলে আটকে আছেন বলে মনে করা হচ্ছে। কীভাবে আগুন লেগেছে, তা এখনো স্পষ্ট নয়। সূত্র: ডিডাব্লিউ, এপি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD