শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৯:৫৮ অপরাহ্ন

জীবনের শেষ ছুটি নিয়েছিলেন পুলিশ সদস্য মোসলে উদ্দিন

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪ ৬:১৮ am

চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। নিহতের নাম মো. মোসলে উদ্দিন। তিনি উপজেলার দুলারহাট থানার আবু বক্করপুর ইউনিয়নের হাসানগঞ্জ গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে এবং বরগুনায় এএসআই পদে কর্মরত ছিলেন।

দুলারহাট থানার ওসি মো. মুরাদ হোসেন এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মোসলে উদ্দিন ছুটি নিয়ে নিজ বাড়িতে এসেছিলেন। রোববার বিকালে শশীভূষণের নতুন বাজার পাওয়ার গ্রিড অফিসের সামনে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে প্রথমে বরিশাল এবং পরে ঢাকায় নেওয়া হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তার মৃত্যু হয়।

তার মৃত্যুতে জেলা পুলিশ সুপার মো. মাহিদুজ্জামানসহ চরফ্যাশন, শশীভূষণ, দক্ষিণ আইচা এবং দুলারহাট থানা পুলিশের পক্ষ থেকে শোক প্রকাশ এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD