রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০১:৫৬ পূর্বাহ্ন




জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৭৬ হাজার শিক্ষার্থী

আরব বাংলা টিভি রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৫ বার পড়া হয়েছে

২০২২ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন এক লাখ ৭৬ হাজার ২৮২ জন শিক্ষার্থী। এ ছাড়া গড় পাসের হার ৮৫ দশমিক ৯৫ শতাংশ।

বুধবার (৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে এই ফলের সারসংক্ষেপ হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা।

প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, ৮০ হাজার ৫৬১ জন ছেলে জিপিএ-৫ পেয়েছেন। আর ৯৫ হাজার ৭২১ জন মেয়ে পেয়েছেন জিপিএ-৫। এ ছাড়া পাসের হারেও এগিয়ে রয়েছেন মেয়েরা। মোট পাসের হার ৮৫ দশমিক ৯৫ শতাংশ। এর মধ্যে মেয়েরা পাস করেছে ৮৭ দশমিক ৪৮ শতাংশ। আর ছেলেরা পাস করেছে ৮৪ দশমিক ৫৩ শতাংশ।

এবার মোট পরীক্ষার্থী ছিল ১১ লাখ ৭৭ হাজার ৩৮৭ জন। এর মধ্যে মেয়ে শিক্ষার্থী ৫ লাখ ৬৭ হাজার ৮৬৫ জন। আর ছেলে শিক্ষার্থী ছয় লাখ ৯ হাজার ৫২২ জন। ছেলেরা পাস করেছেন চার লাখ ৯৬ হাজার ৭৪৩ জন। আর মেয়েরা পাস করেছেন পাঁচ লাখ ১৫ হাজার ২৪৪ জন।

২০২২ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় ৯ হাজার ১৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। এরমধ্যে ১ হাজার ৩৩০টি প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছে। আর ৫০টি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করেনি।



আরো পড়ুন



আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  




© All rights reserved © ArabBanglaTV

Developer Design Host BD