জামালপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মো. রোহান (১৭) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাত ১০টার দিকে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে গত রোববার হাসপাতালে ভর্তি হয় ওই শিক্ষার্থী।
মৃত শিক্ষার্থী রোহান জামালপুর পৌরসভার লাঙ্গলজোড়া গ্রামের আজিজুল হকের ছেলে। সে এ বছরে এসএসসি পরীক্ষা দিয়েছিল।
মৃতের পরিবার সূত্রে জানা গেছে, গত ৫ দিন আগে জ্বরে আক্রান্ত হন রোহান। বাড়িতেই তার চিকিৎসা চলছিল। অবস্থা খারাপের দিকে গেলে রোববার তাকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষায় তার ডেঙ্গু ধরা পড়ে। পরে সোমবার রাত ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
এ বিষয়ে সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস জানান, শিক্ষার্থী রোহানের ডেঙ্গু শনাক্ত হবার পর জামালপুর জেনারেল হাসপাতালে তার প্রয়োজনীয় চিকিৎসা চলছিল। সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এদিকে জেলায় গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে জামালপুর জেনারেল হাসপাতালে ১০ জন, মাদারগঞ্জে ২ জন, ইসলামপুরে ১ জন, সরিষাবাড়িতে ১ জন ও দেওয়ানগঞ্জে ১ জন। হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৪৯ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী।