শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৩:২৭ অপরাহ্ন

জাপানে নদীতে ডুবে বাংলাদেশির মৃত্যু

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩ ৭:৪৫ am

জাপানে সহকর্মীর দুই সন্তানকে বাঁচাতে গিয়ে নদীতে ডুবে এক বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (১০ সেপ্টেম্বর) ইয়ামানাশি প্রিফেকচারের নানবু এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম খাইরুল কবির (৩৮)। তার বাড়ি পাবনা শহরের শালগাড়িয়া রেনেসাঁ পাঠাগার এলাকায়। তিনি স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে টোকিওর মাসিদাতে থাকতেন। সাত বছর আগে খাইরুল কবির জাপানের অন্যতম বৃহৎ কোম্পানি রেকুটেনের সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে যোগ দিয়েছিলেন।

দেশটির পুলিশের তথ্য মতে, খাইরুল ১৯ জনের একটি দলের সঙ্গে সপরিবারে ফুকুশি নদীতে ঘুরতে যান। ওই দলে তার সহকর্মীরাও ছিলেন। বেলা ১১টার দিকে ১১ ও ১২ বছর বয়সী দুই শিশু নদীতে পড়ে যায়। তাদের উদ্ধার করতে নদীতে নেমে পড়েন খাইরুল।

জাপানের গণমাধ্যমের খবরে বলা হয়, দুই শিশুকে উদ্ধার করতে পারলেও খাইরুল তীরে উঠতে পারেননি। তিনি তীব্র স্রোতে ভেসে গেছেন। ওই দিন বিকেল ৩টার দিকে নদীর তলদেশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত ঘোষণা করে চিকিৎসক।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD