গ্যাং সহিংসতা ও নাশকতা বেড়ে যাওয়ায় জরুরিভিত্তিতে সেনাপ্রধানকে ডেকেছেন সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি শুক্রবার (২৯ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে, গ্যাংদের প্রতিহত করতে সশস্ত্র বাহিনীর সহায়তা চাইবেন প্রধানমন্ত্রী।
আর কীভাবে এই সহিংসতা বন্ধ করা যাবে— সে বিষয়ে সেনাপ্রধান, পুলিশ প্রধান ও প্রধানমন্ত্রী বিস্তারিত আলোচনা করবেন।
মাত্র ১২ ঘণ্টার ব্যবধানে রাজধানী স্টকহামে দুজন ব্যক্তিকে গুলি করে হত্যা এবং বিস্ফোরণে এক নারী নিহত হওয়ার পর সেনাপ্রধানকে সহায়তার জন্য ডেকে পাঠান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন বলেছেন, ‘আমরা গ্যাংদের খুঁজে বের করব এবং তাদের নির্মূল করব।’
সশস্ত্র বাহিনীর প্রধান মিকায়েল বায়ডেন স্থানীয় সংবাদমাধ্যম দাগেনস নায়েতারকে বলেছেন, গ্যাংদের প্রতিহতে পুলিশকে সহায়তা করতে প্রস্তুত আছেন তিনি।
সেনাবাহিনী এক্ষেত্রে কীভাবে সহায়তা করবে সে বিষয়টি নিশ্চিত নয়। তবে এ ব্যাপারে আগে যেসব কথাবার্তা হয়েছিল— তাতে বোঝা যাচ্ছে সেনাবাহিনী পুলিশের কিছু নির্দিষ্ট দায়িত্ব পালন করবে। যেন পুলিশের সদস্যরা গ্যাংদের নির্মূলে বেশি সময় দিতে পারেন।
শুধুমাত্র সেপ্টেম্বরেই গ্যাং সহিংসতায় সুইডেনে ১২ জন মানুষ নিহত হয়েছেন। যা ২০১৯ সালের ডিসেম্বরের পর সর্বোচ্চ।
সুইডেনের গণমাধ্যম জানিয়েছে, ফক্সট্রোট নেটওয়ার্ক নামের একটি গ্যাং বাহিনী বিভক্ত হয়ে গেছে। এরপরই তাদের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব দেখা দেয়। যার কারণে সাম্প্রতিক সময়ে সহিংসতা বেড়ে গেছে।
প্রধানমন্ত্রী ক্রিস্টারসন বলেছেন, সুইডেন আগে কখনো এ ধরনের পরিস্থিতিতে পড়েনি এবং ইউরোপের কোনো দেশ এমন পরিস্থিতির সম্মুখীন হয়নি।
সূত্র: বিবিসি