সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ০৪:৪০ অপরাহ্ন

জয়ের দিনে মুস্তাফিজের অনন্য রেকর্ড

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩ ৯:৫৬ am

ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে ওয়ানডে ক্রিকেটে পা রেখেছিলেন মুস্তাফিজুর রহমান। অভিষেক সিরিজেই টানা দুই ফাইফার নিয়ে সাড়াও ফেলেছিলেন। এবার আরও একবার ভারতকে পেয়ে জ্বলে ওঠেছিলেন এই বাঁহাতি পেসার। রোহিত শর্মার দলকে হারানোর দিনে একটা মাইলফলকও ছুঁয়েছেন দ্য ফিজ।

গতকাল ভারতের বিপক্ষে মাঠে নামার আগে ওয়ানডেতে মুস্তাফিজের উইকেট সংখ্যা ছিল ১৪৮টি। এই ম্যাচে ৩ উইকেট শিকার করে ছুঁয়েছেন ১৫০ উইকেটের মাইলফলক। সেখানে পৌঁছাতে এই বাঁহাতি পেসার খেলেছেন ৯১ ম্যাচ। ফলে দ্রুততম বাংলাদেশি বোলার হিসেবে দেড়শো উইকেট শিকারের কীর্তি গড়লেন দ্য ফিজ।

এশিয়া কাপের এবারের আসরে নিজেদের শেষ ম্যাচে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমেছিল বাংলাদেশ। সাকিব আল হাসান-তাওহীদ হৃদয়ের ফিফটিতে লড়াই করার পুঁজি পায় বাংলাদেশ। রোমাঞ্চ ছড়ানো এই ম্যাচে বোলারদের জন্য কাজটা সহজ ছিল না।

তবে নতুন বলে তরুণ তানজিম সাকিবের দুর্দান্ত শুরু আর মাঝের ওভারে স্পিনারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ম্যাচ জমে যায়। শেষদিকে মুস্তাফিজ আরও একবার প্রামণ করেছেন, কেন তাকে ডেথ ওভার স্পেশালিস্ট বলা হয়! সবমিলিয়ে ৮ অভার বোলিং করে ৫০ রানে ৩ উইকেট শিকার করেছেন তিনি।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD