বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ১১:৩৩ অপরাহ্ন

ছাত্রদল নেতা জাকারুল ইসলাম এর নেতৃত্বে বিএনপি সমাবেশে যোগদান

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫ ৪:৫৪ pm

সোমবার (১৭ ফেব্রুয়ারী) দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ ও নির্বাচনী৷ রোডম্যাপ ঘোষণার দাবিতে নেত্রকোনা জেলা বিএনপির ডাকা সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সমাবেশে কেন্দুয়া সরকারী কলেজ ছাত্রদলের সদস্য সচিব মোঃ জাকারুল ইসলাম এর নেতৃত্ব বিশাল মিছিল কেন্দুয়া থেকে অনুষ্ঠানে উপস্থিত হয়। বিএনপির এই সমবেশ ঘিরে দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের মাঝে আনন্দ উৎসব বিরাজ করে।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির যুগ্ম মহাসচিব ইমরান সালেহ প্রিন্স বলেন, ছাত্র জনতার গণ অভ্যত্থানের মধ্য দিয়ে খুনি হাসিনার পথন হয়েছে। সারা বিশ্বে হাসিনা খুনি হিসেবে স্বীকৃত,তাই এই খুনিকে ভারত বাংলাদেশের কাছে ফিরিয়ে দিয়ে বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়ন করার জন্য ভারত সরকারের প্রতি আহবান জানান। এ সময় তিনি অন্তর্বতী সরকারের কাছে জোর দাবী জানান আগামী ডিসেম্বর মাসের মধ্যেই জাতীয় নিবার্চন দেয়ার, অন্যথায় জনগণকে সাথে নিয়ে আবারও রাজপথে আন্দোলনের হুশিয়ারি দেন দলটি যুগ্ন-মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আজ সোমবার বিকেলে জেলা শহরের পুরাতন কালেক্টরেট মাঠে জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক ডাঃ আনোয়ারুল হকের সভাপতিত্বে ও সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালীর সঞ্চালনায় সমাবেশে অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃত্ববৃন্দ সমাবেশে বক্তব্য রাখেন।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD