শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৫৪ পূর্বাহ্ন

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় কোরিয়া প্রবাসী যুবক নিহত

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩ ১:৩৯ pm

চুয়াডাঙ্গায় মোটরসাইকেল ও ভ্যান মুখোমুখি সংঘর্ষে ইজাজ রাজা (২৪) নামে এক কোরিয়া প্রবাসী যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।

রোববার দুপুর ২টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার হাতিকাটা এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

নিহত ইজাজ রাজা মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামের আলফাজ উদ্দিনের ছেলে। ওই ঘটনায় আহত হয়েছেন চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার খাঁপাড়া গ্রামের খেদের আলীর ছেলে পাখিভ্যান চালক মুরসালিন হোসেন (৩৫)। তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

নিহত ইজাজ রাজার খালু জিয়ারুল ইসলাম বলেন, ইজাজ রাজা তিন বছর আগে কোরিয়ায় পাড়ি জমান। ছুটিতে ২৭ দিন আগে বাড়িতে আসেন তিনি। ইজাজ রাজা বাবা-মায়ের একমাত্র ছেলে। বাবা-মা ও একমাত্র ছোট বোন জুথির জন্য কেনাকাটা করতে মোটরসাইকেলযোগে চুয়াডাঙ্গায় আসছিলেন তিনি। এসময় হাতিকাটা এলাকায় জ্যোতি ফ্লাওয়ার মিলের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পাখিভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক ইজাজ ও পাখিভ্যান চালক মুরসালিন গুরুতর আহত হন। তাদের দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয় ফায়ার সার্ভিসের কর্মীরা।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জোবায়দা জামান জয়া বলেন, রক্তাক্ত জখম অবস্থায় দু’জনকে জরুরি বিভাগে আনা হয়। তাদের মধ্যে ইজাজ রাজা নামের এক যুবককে মৃত অবস্থায় পেয়েছি। মুরসালিন নামের একজনের অবস্থা আশঙ্কাজনক। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান বলেন, ইজাজ রাজার মরদেহ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ওই ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD