শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৩২ পূর্বাহ্ন

চীনে ভবন ধস, নিহত ৪

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১২ নভেম্বর, ২০২৩ ৪:২৪ am

চীনের পূর্বাঞ্চলীয় ওয়েনঝো শহরে একটি ভবন ধসে ৪ জন নিহত হয়েছে। রোববার চীনের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল সিসিটিভির বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

সিসিটিভির প্রতিবেদনে বলা হয়, শনিবার ভবনটি সংস্কারের সময় ধসে পড়েছিল। নিহতরা সবাই নির্মাণ শ্রমিক। অবিরাম বৃষ্টি উদ্ধার কাজ ব্যাহত করেছে।

কী কারণে ভবনটি ভেঙে পড়ল, তা জানতে ইতোমধ্যে বিষয়টির তদন্ত শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

রয়টার্সের খবরে বলা হয়, চীনে চলতি বছরে ভবন ধসের এমন অনেক ঘটনা ঘটেছে। গত সপ্তাহে উত্তর-পূর্ব প্রদেশ হেইলংজিয়াং-এ ভারী তুষারপাতের সময় একটি জিম ধসে পড়ে ৩ জন নিহত হয়।

গত জুলাই মাসে একই প্রদেশে ভারী বৃষ্টিপাতের সময় একটি স্কুলের জিমের ছাদ ধসে পড়ে ১১ জন নিহত হওয়ার ঘটনা ঘটে। ওই ঘটনায় কর্তৃপক্ষ বলেছিল যে, ছাদে অবৈধভাবে স্তূপ করা নির্মাণ সামগ্রী ধসের কারণ হতে পারে।

চীনের সোশ্যাল মিডিয়া ওইবোতে একজন ব্যবহারকারী বলেন, ‘এরকম দুর্ঘটনা সবসময় ঘটে কিভাবে? ভবনগুলোর দুর্বল অবকাঠামোর লুকানো বিপদ উপেক্ষা করা যায় না। নিরাপত্তা ব্যবস্থাপনায় গুরুত্ব দেওয়া প্রয়োজন।’

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD