শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০৯:৪৬ পূর্বাহ্ন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩ ১১:২৩ am

সাড়ে তিন বছরে বারবার সংঘর্ষে জড়িয়ে অন্তত ১৭০ বার সংবাদের শিরোনামে আসা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়েছে।

রবিবার (২৪ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ছাত্রলীগের এক বিজ্ঞপ্তিতে চবি শাখা ছাত্রলীগ কমিটি বিলুপ্তের ঘোষণা দেওয়া হয়।

ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে, বাংলাদেশ ছাত্রলীগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।

এর আগে ২০১৯ সালের ১৪ জুলাই শাখা ছাত্রলীগের দুই সদস্যের কমিটি গঠন করে কেন্দ্রীয় ছাত্রলীগ। কমিটিতে পরিসংখ্যান বিভাগের ২০০৬-০৭ শিক্ষাবর্ষের রেজাউল হক রুবেলকে সভাপতি ও মার্কেটিং বিভাগের ২০১০-১১ শিক্ষাবর্ষের ইকবাল হোসেন টিপুকে সাধারণ সম্পাদক করা হয়। ওই কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ার আড়াই বছর পর আজ বিলুপ্ত করা হলো।

ছাত্রলীগের নেতা-কর্মীদের অভিযোগ, হল-অনুষদ কমিটি গঠন করতে না পারা, সাড়ে তিন বছরে একটি বর্ধিত সভাও না করাসহ নানা বিতর্কিত কর্মকাণ্ডে জড়ানো বিলুপ্ত এই কমিটি পদে পদে ব্যর্থতার পরিচয় দিয়েছে। কমিটি গঠনের পর দ্রুত পূর্ণাঙ্গ কমিটি গঠন, বগি রাজনীতির সংস্কৃতি বন্ধ করে হলভিত্তিক রাজনীতি চালু করা, অনুষদ কমিটি গঠনসহ নানা প্রতিশ্রুতি দিয়েছিলেন বিলুপ্ত কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক। তবে এসব প্রতিশ্রুতি পূরণ করতে না পারলেও বিতর্কিত কর্মকাণ্ডে পত্রিকার শিরোনাম হয়েছে বছরজুড়ে। এই কমিটির নেতা-কর্মীরা গত ।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD