বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ০৬:১২ অপরাহ্ন

চট্টগ্রামে ১৭০০ কেজি পলিথিন জব্দ, জরিমানা ৬০ হাজার

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২ অক্টোবর, ২০২৩ ১১:১৩ am

চট্টগ্রামের চাক্তাই খাতুনগঞ্জে অভিযান চালিয়ে দুটি গোডাউন থেকে ১ দশমিক ৭ টন পলিথিন জব্দ করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।

সোমবার (২ অক্টোবর) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত এ অভিযান পরিচালনা করেন। এসময় দুটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার করে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক (ডিসি) আব্দুল মালেক বলেন, উদ্ধার হওয়া পলিথিনের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ টাকা। পলিথিনমুক্ত শহর গড়তে প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD